শূণ্য আমার নেকির খাতা
- নাহিদ সরদার
শূণ্য আমার নেকির খাতা
--------------------------------
শূণ্য আমার নেকির খাতা
পাপের ভরে ভরা,
ভালোর পরে মেঘ জমেছে
হয় না আমার ধরা।
পাপের সাথে প্রেম হয়েছে
নিত্য নতুন চলা,
প্রভুর প্রেমে মত্ত হয়ে
হয় না কভু বলা।
জানি তুমি রাগ করেছ
আমার সকল কাজে,
রিক্ত মনে শূণ্য হাতে
পণ করেছি লাজে।
তুমি ছাড়া অধম আমি
কোথায় বল যাই,
ধূলীর ধরায় লুটিয়ে পড়ে
তোমার চরণ চাই।
১৩/০৯/২০১৫ ইং
রবি বার
সকাল ৯.৩০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।