কবি ড. মুতটকাব্বির মাসুদ এর "আদিম শিকড়ের খোঁজো"
- রফিকুল ইসলাম রফিক
মানুষ নামের ভেতরেই লুকিয়ে থাকে মানবতা। কিন্তু সেই মানুষ যদি হয়ে যায় আত্মাহীন, নিষ্প্রাণ- মরা - তখনি সবকিছু হয়ে যায় লন্ডভন্ড, এলোমেলো। তার আবাসঘর, সজ্জিত কার্যালয় সবকিছুই হয়ে যায় নিষ্প্রাণ, কেবল সাইনবোর্ড সর্বস্ব। তাই নাম সর্বস্ব মানবতা বন্দি থাকে কেবল সাইন বোর্ড খোঁচিত ঘরে, কাগজের পাতায়। তার বন্দিদশা থেকে মুক্ত হয়ে মানবতা তাই বেরিয়ে আসতে পারে না বাহিরে, জীবনের কাছে। এমনি এক অসাধারণ জীবন চেতনার অনবদ্য কাব্যিক রূপায়ন কবি ড. মুতাকাব্বির মাসুদের কবিতা " আদিম শিকড়ের খোজে"। কবি সময়ের এইরূপ অবস্থা দৃষ্ট হয়ে - হয়ে ওঠেন অতিশয় ব্যথাতুর।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কাজেই জীবনের মাঠ-ঘাট, প্রান্তর সবকিছুই তো থাকার কথা ছিলো মানুষের দখলে। যেখানে ফুটবে কেবল ভালোবাসার ফুল, শান্তির ফসলে ভরে উঠবে জীবনের শস্যক্ষেত্র। কিন্তু বাস্তব তার উল্টো। জীবনের সকল ক্ষেত্র আজ নেকড়েদের দখলে। জীবনের আকাশ থেকে দূরীভূত হয়েছে সোনা আলো, সুর্যের কিরণ। অমাবস্যার আঁধার হয়ে সময়ের ভূতেরা গিলে খেয়েছে ভালোবাসা দরদের চাদিমারাত। চেনা গলি তাই অচেনা, জোছনা রাত বিক্ষত, গলির মোড়ে কালো বিড়ালদের আনাগোনা, ভালোবাসার সখের বাগানও আজ অবমুক্ত নয়, বিষাক্ত কাল সাপিনীর দখলে। মানুষরূপী হায়েনারাই সবকিছুর নিয়ন্ত্রক। তাই প্রকৃত মানুষেরা নিঃসঙ্গ, একা। তাই তো কেঁদে ওঠে কবি মন। তিনি উচ্চারণ করেন-
চারদিকে এখন পিশাচ নেকড়ের ছায়া
রৈরাগী ফিঙে তারও স্বৈরাচারী শিস
মাতাল সময়ের রক্তচক্ষু খেলা
কষ্টনদীর দীঘল পার,আমি নিঃসঙ্গ একা
এই যে কবির একা হয়ে যাওয়া বিষয়টি কবির একার নয়। মানবতায় উদ্বুদ্ধ সমগ্র মানব জাতির আর্তনাদকে তুলে ধরেছেন কবি।
কিন্তু আমাদের দরদী কবিমন ভাবতে চান-- তার শেকড়ের কথা। যা আদৌ এমনটি ছিলো না। তাই তো কবি কন্ঠের আর্তনাদ--
আমি সভ্যতার চরমপত্র হাতে,
অন্ধকার মানবিক সরু গলিতে,
আমার আদিম ইতিহাস খুঁজি
এই শহরে পুরুষ্টু স্বাস্থ্যবান লাল দালানে
লেপটে আছে আমার রক্ত ফোঁটা
সে এক দীর্ঘ করুণ ইতিহাসের
বিবর্ণ বর্ণমালা... অথবা---
-আমার শহরে এখন মানুষের গন্ধ নেই
উদ্ধত কতিপয় নেড়ি কুকুরের
ঘেউ ঘেউ শব্দ,
চারদিকে সুনসান শব্দহীন দুঃস্বপ্নের চমক
কোথাও রাক্ষুসে দালানের
রক্তমাখা পলস্তারা রক্ত ফোঁটায়
নীল বেদনার স্রোতে খসে পড়ে
আমি হাঁটি আদিম শিকড়ের খোঁজে
মানবতার সন্ধানে
এই যে কবি মনর অার্তনাদ তা- কেবল তার একার নয়। জীবন যাতনায় জর্জরিত পুরো মানব সমাজের কান্নাকে তুলে ধরেছেন কবি। আর এখানেই একজন জীবন শিল্পীর সার্থকতা এবং মৌলিকতা। এমন সুন্দর কাব্য সুষমামন্ডিত একটি অনুপম জীবনচিত্র উপহার দেবার জন্য কবিকে জানাই হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা। প্রিয় পাঠক নিচে কবির পুরো কবিতাটি আপনাদের জন্য তুলে ধরলাম।
আদিম শিকড়ের খোঁজে
----------------
মুতাকাব্বির মাসুদ
----------------------
চারদিকে এখন পিশাচ নেকড়ের ছায়া
রৈরাগী ফিঙে তারও স্বৈরাচারী শিস
মাতাল সময়ের রক্তচক্ষু খেলা
কষ্টনদীর দীঘল পার,আমি নিঃসঙ্গ একা
--
দুপুরের খর রোদ তপ্ত ঢালাই পথ
মানবতার পোড়া শানকি চোখের জলে পূর্ণ
লুটোপুটি খায় পুঁজিবাদী ডাস্টবিনের পাশে
অশীতিপর নারী, বিবসনা শরীর,
মানবিক শাড়ির দুর্গন্ধময় আঁচলে বিষণ্ণ
অগ্নিরোদের খেলা , কাছেই অতি সম্ভ্রান্ত সুসভ্য
কাকের কৌতূহলী চোখ
দাঁড়িয়ে ভাবছে মানবতার বুদবুদ, নিঃশ্বাসের ফোঁটায়
স্তব্ধ হবে কখোন?
--
অবশেষে মানবতা কোন এক চারুকলাময়
ড্রইংরুমে, অভিজাত হুইস্কির বরফকুচি গেলাসে, কিংবা
রকমারি কাগজের পাতায়,
জাতিসংঘের ঝলমলে রঙ করা ঘরে,
তথাকথিত বুদ্ধিজীবীদের বিবর্ণ জুলজুল
জলুস সেমিনারে, মরণ মানবতার ঢেউ তুলে, উদ্ধৃত
হবে হেড লাইন প্রাজ্ঞ মহলে
তার পর...?
--
শহরের লাল ইটের বিবর্ণ স্তূপ, রক্তদালানের উঁচু
শির
অসম্ভব অহংকারে অগণতান্ত্রিক স্বপ্নের
প্রতিযোগিতা , স্বপ্নরা দোষিত বাতাসে
দুঃস্বপ্নের অশ্লীল মিলনে আপ্লুত
তারই নীচে কতিপয় বহুরূপী সুবিধাবাদীর
ভিড়. নির্মম এক দুঃস্বপ্নের ভেতর মলিন
আকাশ, তার বুকে লাল শকুনের ঠোঁটে,
মানবতার বিবর্ণ নিপুণ ঘোষণাপত্র
--
আমি সভ্যতার চরমপত্র হাতে,
অন্ধকার মানবিক সরু গলিতে,
আমার আদিম ইতিহাস খুঁজি
এই শহরে পুরুষ্টু স্বাস্থ্যবান লাল দালানে
লেপটে আছে আমার রক্ত ফোঁটা
সে এক দীর্ঘ করুণ ইতিহাসের
বিবর্ণ বর্ণমালা...
--
দূরে বিবস্ত্র, বিক্ষত জোছনা রাত
আমার চেনা গলির ভেতর
অচেনা ঘুটঘুটে অন্ধকার
কালো নিকষ আঁধারের নিরঙ্কুশ বিদ্রূপ
আমাকে নিজের শহরে করেছ আগন্তুক
আমার চেনা গলি হয়েছে অচেনা
গলির মোড়ে কতিপয় কালো
বিড়ালের আনাগোনা,
আমার সখের বাগানে, লাল গোলাপে
কালো সাপিনীর নিঃশ্বাস
--
আমার শহরে এখন মানুষের গন্ধ নেই
উদ্ধত কতিপয় নেড়ি কুকুরের
ঘেউ ঘেউ শব্দ,
চারদিকে সুনসান শব্দহীন দুঃস্বপ্নের চমক
কোথাও রাক্ষুসে দালানের
রক্তমাখা পলস্তারা রক্ত ফোঁটায়
নীল বেদনার স্রোতে খসে পড়ে
আমি হাঁটি আদিম শিকড়ের খোঁজে
মানবতার সন্ধানে...
---------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।