ঘৃন্যস্মৃতির চলচিত্র
- আমানত উল্লাহ সোহান
সেদিন মা ছিলো,
বাবা ছিলো,
বোন ছিলো,
মাসি,পিসি আরো ছিলো তন্দ্রাহারা একদল পলাতকা যাত্রী ।
আঁটু-বাঁটু চলনে আমি ছিলাম সেই পলাতকা শিবিরের একজন ।
না আমি ছিলাম না যুবকরূপী কোন এক কাপুরুষ
আমি ছিলাম-
ছয় কিংবা সাত বছরের সদ্য বুঝতে শেখা কেউ একজন ।
কুহেলি নদীর পাশে অমর বাবুর শটিবনটা পেড়োতেই
সামনে পড়লো একদল শৃগাল-
ঈশ্বরকে সাক্ষী রাখার ও সময় পেলোনা কেউ ।
শৃগালদের তীব্র পাশন্ডতায়-
স্বর্গপরীর মাইগুলো পরিণত হলো রক্তের লাল থালাতে,
একে একে বিবসন দেহগুলোতে চললো গুলির বাজিমাত,
নদীর পানিগুলো পরিণত হলো রক্তের লাল জলপাত্রে ॥
তার কিছুদিন
পরেই অন্ধকার পৃথিবীতে জম্মনিলো জোছনানিশী ।
আর-
সেদিনের শুধু আমিই বেঁচে রইনি ,
আমার সাথে বেঁচে রইলো এক দলা "ঘৃন্যস্মৃতির চলচিত্র" ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।