আজ কল্লোল উঠিছে হেথা
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

রূপে এবার কলঙ্ক পড়িছে
তোমার রূপ এবার শ্রান্তি মানিছে-
রূপের ক্লান্তি আসে নাকি ?
বুঝলে না ?সে তো রূপ নয় ।

আবে হায়েতের খোঁজে কোথা যাবে?
সেখানেও ভিড় করে আছে মৃত্যুর দেবদূত ।
এখন একটা চিত্‍কার দাও দেখি
মৃত্যু পরবাসী আত্নারা,
দেয়াল টপকে হামাগুড়ি দিয়ে যেভাবে পারুক
চলে আসুক এখন আস্তানায় ।

অতি সত্বর
সেখানে কল্লোলে মৃত্যু জাগিবে
মৃত্যুর কাছে আপন হায়াত বিসর্জন দিয়ে-
তারপর মৃত্যু , মৃত্যু মৃত্যু
শোর উঠবে কল্লোলে হেথা |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।