বেশ্যা-কাব্য
- আরিফুল হক দ্বীপ
না,না মানবতা দেখিয়ো না কবি
সংসারের লালসা?
ওইসব ভূতের বাড়ীর গল্প শুনলে
গা জ্বলে যায়-
কতো অপরিচিত বীর্যের ভার বহন
করে আছে যোনির অন্ধকার
মিছেমিছি তবে কেন স্বপ্ন দেখাও?
পারবে?
সমাজের মুখে এঁটে দিতে কুলুপ?
জানি,পারবে না।
পারবে না বেশ্যার নামটা মুছে দিয়ে
করে দিতে মানুষ হওয়ার সৌভাগ্য।
শুধু ঘৃণা,
কুকুরের মতো অবহেলায়
রোগ শোকে,
মৃত্যুতে কারো চোখ
এতোটুকু হয় না সজল।
আমাদের পচা গলিত লাশ
পানি খায়,
মাছ,শকুনে খায়-
মূল্য আছে কি এক আনার?
তবে কবি বলো কিসের সংসার?
দেখো
স্তনের বৃন্তে-
অহর্নিশ অগুনিত মানুষের
জিভের লালা,
যোনির ক্ষত,কখনো এই ঘা,
বিষাক্ত লালার এই নিদারুণ কলঙ্ক
মুছে দিতে পারবে বলো?
জানি,পারবে না।
তবে কিসের মায়া দেখাও?
আমায় দেখিয়ো না স্বপ্ন তার
পারলে কিছুটা মদ কিনে দাও,
কলিজা জ্বলিয়ে
দুঃখ ভুলে থাকি,
এছাড়া অন্য কিছু চায় না বেশ্যারা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।