স্বার্থ
- নাহিদ সরদার
স্বার্থ
-------
স্বার্থের সাথে সখ্যতা মোদের
স্বার্থের মোহে পড়ি,
স্বার্থহীনে আমরা কেহ
এক পা নাহি বাড়ি।
আপন কিবা পর স্বার্থে
নিত্য মোদের চলা,
স্বার্থ ছাড়া হয় না কভু
মুখের কথা বলা।
স্বার্থের তরেই বিধাতা বিশ্বে
করেছে মোদের সৃষ্টি,
স্বার্থ নিয়েই নিত্য চলা
নিত্য নতুন কৃষ্টি।
০৩/০৯/২০১৫ইং বৃহস্পতিবার
রাত ১০টা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।