নির্দিষ্ট বিন্দু
- নাহিদ সরদার
নির্দিষ্ট বিন্দু
-----------------
যদি পিঁছে থেকে চুপিসারে
এসে তুমি আঁটকিয়ে ধর চোখটি,
বলে দিতে পারি সেটা হবে
আমার চেনা তোমার মুখটি।
অবাক হয়ো না,
তোমার গায়ের নিদারুণ গন্ধ,
আমার মনেতে ছড়ায়
সুভাষীত এক নতুন ছন্দ।
কিছুটা বছর তোমার সাথেতে চলা,
তোমার পাশেতে বসা
কতশত কথা তোমার সাথেতে বলা।
তবু আজও বুঝি নি মন
কি তাঁর চাওয়া,
এ ঘাটে সে ঘাটে ছুঁটে চলেছে মন
তবু যেন হলো না গন্তব্য পাওয়া।
হতভাগা মন বৃথা খুঁজে হয়রাণ
ভালবাসার সে বিস্বাদ সিন্ধু
তোমাতে পড়ে রয়েছে মন
তুমি সেই নির্দিষ্ট বিন্দু।
জানি না কেন তোমাকে এতো ভাল লাগা,
বারে বারে কেন তোমাতে ফিরে আসা।
কেনই বা তোমার বিহনে
ব্যাকুল মনে কেন এতো দুঃখ,
হয়নিকো বলা সে কথা
যাতে কমে হৃদে ব্যথা
মনে আসে গগণ ভরা সুখ।
০১/০৯/২০১৫
মঙ্গলবার সকাল ৯.৩০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।