শরতের সুর
- নাহিদ সরদার

শরতের সুর
-----------------
শরতের সুর মনে বাজে আজ
অবসরে কৃষক নেই কোনো কাজ।
উজ্জ্বল ভাবানা মেখে আছে মুখে
নেশাতুর মন আজ আছে বড় সুখে।
সবুজ পাতা তার ডানা দেয় মেলে
শরতি হাওয়া এসে দিয়ে যায় দুলে।
গগণেতে সাদা মেঘ খুঁনসুটি খেলে
পবণেতে ভাসে সুধা শিউলি ফুলে।
শিশু মন আনমন গেছে বেলা ভুলে,
সারাদিন কাটে বেলা কাশফুল তুলে।
শরতের সাদা মেঘ যেন ধোঁয়া ধুপ,
কাল মেঘ কোথাথেকে এসে বলে চুপ।
সাদা মেঘ তুই এখন দূরে যা সর,
এখনি নামাব ঢল অঝরে অঝর।
সাদা মেঘ চলে গেল মুখ করে কালা,
কালা মেঘ নিজ মনে যায় করে খেলা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।