দেখা দিও
- নাহিদ সরদার

দেখা দিও
--------------
মনের ঘরে আরতি জ্বেলে
এসেছি তোমার দ্বারে,
তোমার মনেতে আসন পেতেছি
নাওনা আমায় বরে।
তোমার মনের সব টুকু সুখ
তোমার তরে রেখ,
দুঃখের বোঝা আমায় দিয়ে
সুখে না হয় থেক।
প্রভাতি সুর তোমার মনে
নিত্য নতুন বাঁজুক,
আমার মনে বিরহ গান
নাই বা একটু সাজুক।
আমার মনের সবটুকু সুখ
তুমি কেড়ে নিও
বিনিময়ে আমায় তুমি
তোমার দেখা দিও।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।