নিপবনে চল
- নাহিদ সরদার
নিপবনে চল
-----------------
নিস্তব্ধ প্রকৃতির আজ অসহ্য ছল
আঁধারে ধরে হাত নীপবনে চল
কিছু ক্ষণ পরে ঐ হাসবে চাঁদ,
ধরব তোরে তাই পেতেছি ফাঁদ
থাকিস না বসে তুই বাঁকা হাসি হেসে,
ভালবেসে তুই মোরে গেলি যে ফেসে।
কারণে অকারণে কেন এ অভিমান
চাঁদ হাসি মুখখান লাগে ম্রিয়মাণ,
ভালবাসার নীল আকাশ দিয়ে আজি পাড়ি
চল না দুজনে সুখে নীড় গড়ি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।