অামরা ভালো নেই
- নাহিদ সরদার
আমারা ভালো নেই
--------------------------
বেদনার বেদন অন্তরে মোদের
বাঁজিয়া চলেছে আজ,
জানি তুমি স্বর্গে আছো বসে
কপালে একে দুশ্চিন্তার ভাজ।
তুমি ছিলে তাই ঠিক ছিল সব
সোনার দেশ সোনা মুখে ছিল ভরে,
আজ তুমি নাই মোরা ভাল নাই
আশা গুলো গেছে যেন মরে।
তুমি অন্যায়ের শাসন তেজস্বী ভাষণ
তবে কেন তুমি গেলে চলে?
তুমি হীনা বঙ্গ তোমার
সাঁজে না ভুলে ও ভুলে।
ভেব না তুমি স্বর্গে বসে
সুখে আছে তোমার দেশ,
তুমিহীনা ষোল কোটি প্রাণ
দহনে মরে, নাই কিন্তু বেশ।
১৫/০৮/২০১৫
সকাল ৮.১৩ মিনিট
শনিবার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।