নিধিরাম সরদার
- নাহিদ সরদার

নিধিরাম সরদার
----------------------
ভুঁড়ি খানা যেন তার
হাওয়া ভরা ফুট বল,
নিজে মনে নেতা সে
নেই কোনো দল বল।
সারাদিন থাকে বসে
নেই কোন কাম কাজ,
ভুঁড়িতে পড়ে গেছে
আহা! কি বড় ভাঁজ।
রাজ্যহীন রাজা শালা
দেখায় তেমন ভাবখান,
হেলে দুলে চলে হেটে
রাস্তার মাঝখান।' '
এলাকার সব মানূষ
বলে তারে পাগলা,
সারাদিন সারাবেলা
করে শুঁধু ঘাবলা।
নামে তাঁর আছে বাহার
নিধিরাম সরদার,
বিবেকহীন পশুটার
কোন কাজে দরকার?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।