বৃষ্টি স্নাত ভোর
- নাহিদ সরদার

বৃষ্টি স্নাত ভোর
-------------------
ঘন কালো মেঘেতে ছেয়েছে আকাশ
উদাসী মনেতে বইছে বাতাশ,
প্রভাত হয়েছে তবে ওঠেনি রবি,
তবু আজ আঁকে মন প্রভাতি ছবি,
কুক্কুরু-কু মোরগ ঐ ডাকছে দূরে,
পাখি সব করে রব করুণ সুরে।
মেঘে আর বৃষ্টিতে করেছে খেলা,
হয়েছে ভোর তাই করে না হেলা।
জেনে গেছে সকলে হয়েছে ভোর,
সন্ধ্যার ভাব নিয়ে লাভ কি তোর।
দেখ ঐ প্রভাতে নামল আঁধার,
এখন কি দরকার এভাবে কাঁদার,
হতভাগা তুই কেঁদে কেঁদে মর,
আমারে না জ্বালিয়ে দূরে কোথাও সর।
সকাল হয়েছে তাই মেলেছি আঁখি,
আঁধারে দিয়ে ফাঁকি প্রভাত দেখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।