বিশ্ব জমিন চষে বেড়িও
- নাহিদ সরদার

বিশ্ব জমিন চষে বেড়িও
-------------------------------
কবি মনে আছে কি তোর?
সবুজ পল্লির কোনো এক গাঁয়,
বৃষ্টি স্নাত ভোরে চমকিত হৃদয়ে
দাঁড়িয়ে ছিল ঠায়।
জানি তুই ভুলে গেছিস
কারণ তুইতো অস্থির কবি,
অাজন্ম ছুঁটে চলিস এঁকে এঁকে
জীবনের নিদারুণ ছবি।
এইতো সেদিন আঁকিলি মোরে
কি নিদারুণ তোর কব্যিকতায়,
বোধ আমার উড়ে ছিল সেদিন
তোর লেখনির অসভ্যতায়।
আমার মাঝেতে খেলেছিল সেদিন
যৌবনের উত্তাল ঢেউ,
একটি চরণে লিখেছিলির তাই
"বিশ্ব জমিন চষে বেড়িও
মানা করবে না কেউ"।
তুইতো প্রথম দেখিলি আমার
যৌবনেরি জল,
তবুও কেন হলো না তোর
লভিতে কামনার ফল।
কিন্তু ওদের দেখ
কামের নেশায় আমায় নিয়ে
খেলল কেমন খেল,
জীবন যুদ্ধে ওরা আমায়
করায়ে দিল ফেল।
জানিস কবি আমি আর
আগের মতো নাই,
বন্ধ ঘরে বসত আমার
অন্ধ ঘরে ঠাই।
ঐ চরণটা পড়ে আমি
কান্না করি ভেউ,
বিশ্ব জমিন চষে বেড়িও
মানা করবে না কেউ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।