সুখের স্বর্গে বসত দিও তাঁর
- নাহিদ সরদার

সুখের স্বর্গে বসত দিও তাঁর
-------------------------------------
ওগো বিধাতা এ কোন খামখেয়ালি তোমার?
কি'বা স্বার্থে কেন খেলিলে
অাজি এ নিঠুর খেলা,
বেলা না পুরিতে কেন নিলে তারে এ অবেলা।
সে'তো নবীন অাঁধারে খেলছিল খেলা
তাই খোলেনি সে দোর,
তবে কেন তাঁরে না ফেরার দেশে
না দেখিয়ে নিয়ে গেলে ভোর।
কেন তুমি বুঝলে না তাঁর
দুঃখ ভরা সেই সজল মিনতি,
কেন দেখি তোমার মাঝেতে
না পারার আকুতি।
অার কটা দিন থেকে যেত যদি
কি এমন হতো ক্ষতি।
শুঁধু একটি বার বলে দাও আমায়!
খুঁজেফিরি তারে চেনাদের ভিড়ে
সেই চেনা মুখ তবু নাহি দেখি
না পাবার জ্বালায় পবারও আশায়
বেদনার জলে ভাসে মোর আঁখি।
কি দোষ দেব'গো তোমায়?
জানি তুমি শুনবে না মিনতি
ফিরাবেনা তাঁরে আর,
তবে এই কথাটা রেখ
সুখেরি স্বর্গে বসত দিও তাঁর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।