রাজনের গর্জন
- নাহিদ সরদার

রাজনের গর্জন
---------------------
কিসের বিষাক্ত ছোবলে
ধ্বংসীত আজ বাংলার সমাজ,
রাজনের গর্জন শুনে ও কেন
করে নাতো লাজ।
বিশ্ব বিবেক ধ্বংসীত
মানবতা মরে লাশ,
দুঃখির রোদন শোনে না কেউ
আসে না কেউ পাশ।
বিচার বিচার করে
বৃথা লাভ টা কি আর বল
গদির মঞ্চে বসে কেলিয়ে হাসে
সব শালা শুয়ারের দল।
তাই বলি আজ মুছে ফেলে লাজ
মুছে ফেলি জল বুকে রেখে বল,
ওদের মাথায় মুতে দিয়ে
সবে সামনে যাই চল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।