তুমি আর আমি অতীত
- নাহিদ সরদার
তুমি আর আমি অতীত
----------------------------
কোনো এক জ্যোৎস্নায়
বকুল গাছের তলায়
আমি তোমার কোলে মাথা রেখে
দূর আকাশেযৌবনে ভরা চাঁদ দেখছি
আর তুমি তোমার নরম
হাতের স্পর্শ দিয়ে চলেছ আমার চুলে।
সামনেই নদী,দক্ষিণা বায়ু খেলছে নদীর জলের সাথে।
ছলাৎ ছলাৎ শব্দে আঁচড়ে পড়ছে ঢেউ,
পাহাড়ী ফুলগুলো ছড়িয়ে চলেছে অবিরাম সুভাস,
ঝাউগাছ গুলো চাঁদের আলোয়
মনে হচ্ছে যেন সাদা শাড়ি পরে আছে।
হঠাৎ তুমি বললে চল না বাবু আমার নৌকায়উঠি
আচ্ছা,চল বলে দুজনে নৌকায় উঠে পড়লাম
চাঁদের আলোয় চিকচিক করছে নদীর পানি
আর সেই আলোয় তোমার সৌন্দর্যটা
যেন আরওবাড়িয়ে দিয়েছে হাজার গুণ।
আমি মুগ্ধ হয়ে দেখছি তোমায়।
কখন যে হাত থেকে বৈঠা ফসকে গেল
টেরিই পেলাম না।
তুমি বললে বাবু অমন করে কি দেখ?
আমি বললাম অপ্সরী
তুমি হাসলে, তারপর
আবার মুখ ভার করলে।
আমি না বোঝার আগেই তুমি
বললে বাবু বৈঠা কোই?
এবার মনে হল আমি এখন বৈঠা বিহীন মাঝি।
তুমি খুব ভয় পেয়ে আমার কাছে আসলে।
আমার বুকে মাথা রেখে বললে,
এবার কি হবে বাবু?
আমি বললাম কিছুই হবে না।
নৌকার পরে দুজনে ভালবাসার হলি খেললাম ।
নিঃস্বরে তোমারমাঝে আমাকে খুঁজে বেড়ালাম
চষলাম প্রেমের চাষ।
তুমি কান্না ভেঁজা কন্ঠে বললে,
বাবু তুমি এভাবে থাকবে তো?
আমি বললাম,হুম।
তুমি খুব রাগ করলে।
আমায় আরও শক্ত করে ধরে বললে,
আমি মানা করছিনা' হুম 'বলবে না।
আমি আবারও বললাম হুম।
এবার তুমি আদর করে
একটা টোকা দিলে আমার গালে।
তোমার চোখে চোখ রেখে বললাম আমি
তোমায় সারাজীবন এমন করে রাখব সখি।
নৌকা চলেছে অজানার পথে
আর আমি তোমার বুকে
ভালবাসা খুঁজে চলেছি নিরন্তর।
কত সময় দুজনে এভাবে ছিলাম জানি না।
হঠাৎ মনে হল আমাদের ভালবাসার
তরী কোথায় এসে যেন ধাক্কা খেল।
আমার আর তোমার সব কথা,
সব ভালবাসা নিমেষে নিমজ্জিত
হলো নদীর বুকে।
এখন তুমি আর আমি শুঁধুই
অতীত বর্তমানের কাছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।