অচেনা পথিক
- নাহিদ সরদার

অচেনা পথিক
-------------------
ওরে অচেনা পথিক!
কোথা থেকে এসে মোরে সাধিলি,
কি মধুর ছলনার জালে
আমারে জড়ায়ে আহা!
কি'গো সুখের বাঁধনে অামায় বাঁধিলি।
ওগো পথিক!
কোথাথেকে তুই হেথায় এলি
অঙ্গে মেখে সঙ্গে রেখে ছল,
আমি যে তোর পথপানে চেয়ে
দিবা নিশী প্রহর গুণেছি
কি করে বুঝলি ওরে বল।
আজ থেকে তোকে চিনেছি
তোরি পথে আসন পেতেছি
আসুক না ঝড় সবি যাব আমি সয়ে,
তোর পরাণে পরাণ বেঁধে
দুঃখ রাখিব বায়ে।
ওরে পথিক!
করিস না আর দেরি
বেদনা শুখিয়ে আঁখি পাতে
জেগেছে সুখের জল,
মায়ার বাঁধনে আমায় বেঁধে
তোর ঠিকানার সেই সে ঘরে চল


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।