বৃষ্টির কানে কানে
- নাহিদ সরদার
বৃষ্টির কানে কানে
-----------------------
ছল ছল জল ধারায় ঝরেছে বৃষ্টি,
সখি সে'যে আছে চেয়ে অপলক দৃষ্টি।
পবনে পাতা নড়ে হিংসে গগন
সারাবেলা বৃষ্টিতে কাটায় লগন।
বেদনার সুরে সখি ভাসায় আঁখি,
পথপানে চেয়ে থাকে সখার লাগি।
কানে কানে বৃষ্টির বলে দেয় সখি,
সখা মোর কভু যেন দেয় না ফাঁকি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।