মাধবীর গন্ধ
- নাহিদ সরদার
মাধবীর গন্ধ
----------------
সেদিন প্রভাতে মাধবী লতার
কি এক নিদারুণ গন্ধে,
নাচিল চিত্ত নিত্য সে'কি নৃত্যে
গাহিল মন আহা কি ছন্দে।
নিঃস্বরে আসিয়া সখি শিয়রে
মাধবী বিছাইয়া আপনাকে
রাখিল লুকায়ে,
সখির গন্ধ আসিয়াছে মম চিত্তে
হেরিছে তাহারে দুঃখ কি তবে
মাধবী যায় যাক না শুঁকায়ে।
মেলিয়া আঁখি হেরিয়া দেখি
হাসিতেছে সখি দাঁড়ায়ে আঁড়ালে,
গাহিয়া উঠিল মন সখি
এ কোন ছলনার ছলে আমারে জড়ালে।
মাধবীর গন্ধ সে'তো মন্দ
সখির গন্ধ ছড়িয়েছ দুয়ারে,
সখি মোর আসিল বিসর্জনে শরমে
কহিল কথা বসিয়া শিয়রে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।