নিস্পন্দ নয়নে
- নাহিদ সরদার
নিস্পন্দন নয়নে
---------------------
দক্ষিণা মলয় খেলিছে খেলা
শাখা পল্লবে নিশীথও কাননে,
মেয়েটি চেয়ে আছে নিস্পন্দন নয়নে
চন্দ্রিমা রাতে বসিয়া উঠানে।
একফালি মেঘ চাঁদকে
কোথায় যেন রাখিল লুকায়ে,
কে যেন অাঁধারে আসিল নিঃস্বরে
দুরু দুরু তাঁর কাঁপে বুক যায় মন শুকায়ে।
হঠাৎ উঠিল তাঁহার কাঁপিয়া অধর,
কে যেন তাঁরে নিঃস্বরে করিল আদর,
শরীরের কি তাঁর বিসাদও ঘ্রাণে,
নিদারুণ ভালো লাগা লাগিল প্রাণে।
কে যেন বাঁধিল বাসা যতনে
বুঝিয়া গিয়াছে মন গমিয়াছে পতনে।
আবার খেলিল বাতাস চাঁদ হাসিল গগণে।
দুরুদুরু বুকে মেয়েটি আবার
গুণিল তারা নির্বিঘ্ন মননে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।