সবুজে অবুঝ দেখি
- নাহিদ সরদার

সবুজে অবুঝ দেখি

ওরা সবুজ তবে নয় অবুঝ
অন্তরে আছে সমুদ্রের উত্তাল ঢেউ,
ওরা সম্মুখগামী মাড়ে অচল
রুধিবার নাই ওদের কেউ।
ওরা দুঃখের ঘোর বিরোধী সুখ পিয়াসি
ব্যাঘ্রের ন্যায় অন্যায়ে করে গর্জন,
সবলে অত্যাচারে দূর্বলে
শাসিয়ে দেয় উচিয়ে তর্জন।
তবে ওদের অন্তরে আজ নেই যেন সেই
বাঁধভাঙা উত্তাল সুমুদ্রের ঢেই,
ভিরু, কাপুরুষ মনে করে আজ
সমাজে সবুজ বলে নাই বুঝি কেউ।
ওরা আজ অন্যায়ে হেরিলে
করে না গর্জন উচিয়ে তর্জন,
অন্যায় দেখিলে পাশকেটে যায়
মনে মনে করে দেয় মর্জন।
ওরা আজ ভিরু আঁড়ালে চলে
আঁড়ালে খোঁজে সুখ,
একটু অাড়াঁল পাইলেই ওরা
গাঁজায় গোঁজে মুখ।
ওদের জন্য জাতির কপালে আজ
ঘঠেছে সীমাহীন দুঃখ,
ঠেলা মারিলে মক্বায় যায়
বৃথা কেঁদে ভাসায় বুক।
সবুজের মাঝে সবুজ দেখি না
দেখিরে অবুজ,
নেশার প্রেমে মজে ওরা হয়েছে
বিভৎস বর্ণহীন এক সবুজ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।