দুঃখদের পুনর্জন্ম
- আরিফুল হক দ্বীপ

দুঃখগুলো কেন ট্রাকের নিচে চাপা পরে না?
ক্রমশ খুব দুঃসাহসে বেড়েই চলেছে
হতাহতের চিহ্ন নেই;
.
দুঃখগুলো ক্ষতবিক্ষত হোক,বেরিয়ে আসুক
মগজ,কাঁটা ছেঁড়া হোক তার বিভৎস লাশগুলো।
.
দুঃখগুলো কাফনে মোড়াতে চাই
কিংবা শ্বশানঘরে পুড়াতে চিতায়।
.
দুঃখগুলো তবু যেন মরে না-
বুক ভেঙ্গে,চোখ ভেঙ্গে পুনর্জন্ম হয় দুঃখদের।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০৬-২০১৬ ১৭:২৭ মিঃ

"দুুঃখগুলো তবু যেন মরে না"