টি-শার্ট
- আরিফুল হক দ্বীপ

কি ছিলো এই টি-শার্টে?
স্বপ্নের বুনন
সুতো আর তোমার মন।
তোমার রাত জাগা গল্প
ঘুম ঘোরে মিহি
আঙ্গুলের স্পর্শ।
কামনা ছিলো,
অনুরাগ ছিলো।
ছিলো খুব মন খারাপে আমার
শক্তি প্রেরণার।
.
এখন টি-শার্টটা ছিঁড়ে গেছে,
বড় অবহেলায়-
ইঁদুরে কেটেছে
ঘামে ময়লায় বসত
গেড়েছে ছত্রাক।
টি-শার্টটা এখন ভালো নেই,
আমিও ছন্নছাড়া কেমন যেনো
হয়তো তুমিও নেই আর ভালো!!
২৪/১/১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।