প্রস্থান নয়,ভালোবাসতেই
- আরিফুল হক দ্বীপ
যদি বুকের এই দুর্ভেদ্য মোড়ক খুলে
দেখতে পারতে প্রিয়তমা
কবিতার মতো
কত সযত্নে তোমার প্রতিমা।
কি রকম শ্রী বিন্যাসে
তুমি বসে আছো নিবিড়ে
হৃদয়ের ফ্রেমে-
কাঁচা হলুদের শরীরে ছড়িয়ে দিয়েছি
ঘ্রাণ মৃগ কস্তূরীর।
তোমার চোখ,চুল,ওষ্ঠ,স্তন
শিল্পের ভূমিকায়-
অবাক হতে তুমি,এ তোমার যৌবন!
প্রস্থান নয়,ঝড়ের মতোন ঠেলে
সব অভিমান
বাহু বাড়িয়ে বলতেই তুমি 'ভালোবাসি।'
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।