ঘুড়ি
- আরিফুল হক দ্বীপ

তবুও অবহেলার সুতো বাড়তে বাড়তে তোমার
আকাশ ছুঁলো,
দৃষ্টির অন্তরালে-
নাটাই হাতে উড়ালে ঘুড়ি,
অতঃপর দাপুটে বাতাসে টান
পড়তে পড়তে ছিঁড়ে গেলে সে সুতো
ছুটে দিশাহীন ঘুড়ি!
.
আর তুমি ব্যস্ত হয়ে পড়ো নতুন কাগজে
আবার,-আর একটা ঘুড়ি!
আকাশে দাও তুলে-
একদিন সেও ছিঁড়ে সুতো বিদিশায়
কঙ্কালসার,রহস্যের মতো তোমার
খেলা তবু চলে মননে,হাতে,আঙ্গুলে আঙ্গুলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।