তনু
- আরিফুল হক দ্বীপ

তোমার এই সরব খবরটিও কদিন পর মুছে যাবে তনু
খবরের কাগজ আর লিখবে না তোমাকে
বিচারের দাবিতে যে মিডিয়া তোলপাড়,আন্দোলন
শ্লোগানে ভারী বাতাস এখন,তোমার নামটিও
ভুলে যাবে সাগর-রুনি আর ত্বকীদের মতো তুমিও তখন
কবরে পোকাদের খাদ্য,কঙ্কালসার,উপরে দূর্বাঘাস-
অথচ কতোনা স্বপ্ন ছিলো তোমারো,কতোনা হাসির
চিত্রনাট্য
বোনা ছিলো বুকে,তা আর হলো না তনু।
স্বপ্নঘাতকেরা চিবিয়ে খেলো তোমার সোনালী সময়,
তোমার ছিন্ন বস্ত্রে পচন ধরেছে মানবতায়
শিওরে ওঠা ওই রক্তাক্ত শরীরে অসহায়ত্বের বুনন।
তুমি আর হাঁটবে না,কথা বলবে না,এ কেমন বলো
স্বাধীনতা?
এ কেমন দেশে বেড়ে উঠেছিলে তনু?
জানতে না তোমার ক্ষমা নেই,হায়েনাদের চোখ
তোমাকেই খুঁজে,তোমার মতো নারীরা
এখানে নিরাপদে নেই,বাঘের বনে হরিণীরা যেমন
অনিরাপদ।
তবুও তুমি স্বপ্ন দেখতে স্বাধীনতার,
ত্রস্তহীন হেঁটে বেড়াচ্ছো খেয়াল খুশিমতো
তোমাকে দাঁড়াতে দিলো না নরপিশাচেরা
তোমার পবিত্র শরীরে লেপে দিলো কালিমা,কলুষিত
নখে ও দাঁতে-
তোমাকে বাঁচতে দিলো না তনু,
তোমার লাশ কাটা ছেঁড়া হচ্ছে ডোমেদের চাকুতে-
তবুও ওপার হতে দেখো অদৃশ্যই থেকে যাবে ওরা
তোমার হত্যাকারীদের বিচার হবে না,
গুম হয়ে যাবে সব,সব রহস্যের মতো-
তোমাকে নিয়ে যে ঝড় উঠছে রাজপথে পন্ড হবে
সব আন্দোলন,ত্বকীদের মতো তুমিও একটি ছবি
তোমার পিতা মাতার হাহাকার বুকে,
ক্ষমা করো তনু,তোমাকে স্বান্তনাও দিতে পারলাম না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।