নিষিদ্ধ কবিতা
- আরিফুল হক দ্বীপ
এখন তোমাকে নিয়ে দু চারটি শব্দ লিখবো
তাও অশ্লীল
অভিধানে নেই-
তোমার জন্য রাত জেগে প্রেমের কবিতার
বদলে এখন লিখে যাই নষ্ট কথামালা।
সাজাই অশ্লীল চিত্রনাট্য,
কাগজ ফুরাই।
তোমার নাভিমূলে,তলপেটের মেদে পুরুষের
উন্মাদনা-
স্তন,
নিতম্বের ভাঁজে ভাঁজে
নেশা ধরা পুরুষের দাঁত।
চাঁদ হেলে পড়ে,কবিতারা হয়ে ওঠে অশ্লীল!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।