অভিমানী
- নাহিদ সরদার
অভিমানী
---------------
ওগো অভিমানী কেন
নিজেকে আঁড়ালে রাখ,
কেন গোপনে গোপনে বাঁকা চোখে
লুকায়ে আমারে দেখ।
কেন বেদনার সুরে
দিবস ও রজনী গাও গান,
আমার বিহনে রোদনে রোদনে
ভাসাও মনো প্রাণ,
আমিতো বসে বসে প্রহর গুণি
অভিমানী তোমারি আশায়,
তবে তুমি কেন বৃথা বারে বারে
আমারে ভাসাও নিরাশায়।
ওগো অভিমানী এভাবে নিজেকে
রেখনা আর বলি লুকায়ে,
তুমি হীনা উদাস মন
যায় মোর শুকায়ে।
তুমি হীনা প্রেমরও তৃষ্ণায়
ফাটে মোর অন্তর,
তুমি এসো অভিমানী মোর বাহুডোরে
ভালবাসায় বাঁধি নিরন্তর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।