অামার আমিত্ব
- নাহিদ সরদার

আমার আমিত্ব
---------------------
অতি সুন্দরীতমা এসে যদি বলে
সাধারণে তোমায় লাগে না ভালো
হও যদি অতি অসাধারণ,
আমার প্রেমের কাননে ওগো
তোমায় করিব বরণ।
নিষ্কন্টক মনে বলে দিব তাঁরে
ওগো সুন্দরীতমা জানি তুমি অসাধারণ,
তবে তোমার ছলনার ছলে
করিব না আমার আমিত্ব হরণ।
পারিব না আমি কোনো অণুক্ষণে
তোমার প্রেমেতে মত্ত হয়ে নিজেকে ভুলে
অতলে দিতে নিজেকে বিসর্জন,
জানি তর্জন উঠিয়ে গর্জন করিবে
অতি সহসা করে দিবে আমায় বিবর্জন।
তবুও বিন্দু পরিমাণ দুঃখ
কোনো রহিবেনা মোর মনে,
আমি যে মজেছি বন্ধু
আমার আমিত্বের সনে।
চলে যাবার কালে শুনে যাও বলি,
যদি কোনোদিন খুঁজে পাও তুমি
আমার মাঝেতে আমায়
চলে এসো নিঃসংশয় মনে
আমার মাঝেতে বরে নেব তোমায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।