সবুজ স্বপ্ন
- নাহিদ সরদার
সবুজ স্বপ্ন
সেদিন গিয়েছিলাম
চায়ের দোকানে এক,
এক কাপ চা এনে দিয়ে
চেয়ে রইল সে ছেলে নির্বাক,
মিনতি ভরা চোখে যেন
এক দুঃখের চাহনি,
মিশে আছে তাতে বিষাদের
সে এক নিঠুর কাহিনী।
কামের তাড়নায় বাবা ছুটেছে পতিতালয়
ফিরে আসেনি'কো আর,
মা মজেছে অন্যের ঘরে
স্নেহ ভালোবাসা জোটেনি তাঁর।
সুখের ছবি আঁকার আগেই
দুঃখের অনলে পুড়ে ছারখার,
বিতৃষ্ণা জেগেছে মাতৃস্নেহ
পিতৃগৃহ তাঁর নাহি দরকার।
অজাত ডাকে সবাই চলতি পথে
কেউ রাখে না তাঁর খোঁজ,
অবুঝ মনে তবুও সে ছেলে
সবুজ স্বপ্ন আঁকে রোজ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।