হাসির ঝলাকে
- নাহিদ সরদার

হাসির ঝলকে
--------------------
ওভাবে হেসো না নাচিয়ে অধর,
মন যে চায় করিতে আদর।
হাসিলে তোমার গালে পড়ে টোল,
দেখিয়া বিভর মন আসেনা'তো বোল।
মোনালেসার হাসি হেথায় নয় মূল্য,
সৃষ্টির সেরা হাসি তোমার হয় না তূল্য।
তোমারি হাসিতে আহা কি বাজনা বাজে,
কাব্যিক মন ছন্দে নাচে বসে না কাজে।
এ কোন হাসি দেখালে অবেলায়,
মাতিতে চায় মন প্রভাতি খেলায়।
তুমি কি রাজি খেলিতে সে খেলা,
তবে এসো আজ করো না হেলা।
তোমায় রাখিব আমি চোখের পলকে,
তুমি সখি রেখ আমায় হাসির ঝলকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।