শশিকর
- নাহিদ সরদার
শশিকর
-----------
হাতুড়ি ওঠে হাতুড়ি নামে
শ্রমিকের আঘাতে ভাঙ্গে ইট,
মাটিফাটা রোদে বুক ফেটে তৃষ্ণা
কালছে হয়ে ওঠে পিট।
হাঁতুড়ির বাটে ঘর্ষণে
ফোঁসকা পড়া তার হাত,
বিবেধ করেছে সমাজপতি
এরাই যেন শ্রমিকের জাত।
বেলা শেষে যবে ফোঁসকা পড়া হাত
পেতে দেয় মনে দুঃখি,
মাহাজন বলে ওঠে ছোটলোকের জাত
কেন দিস কাজে ফাঁকি।
সে ছেলে প্রভাতে ছোটে
জোটে যদি কিছু ভাত,
কর্মে মাঝে কাটে বেলা
তবু পাতে না'কো হাত।
শ্রমিক দিবসে কারখানার মাঠে
শ্রমিকের অধিকারে দেয় ওরা বোল,
ঘামের মুজুরি দিতে গিয়ে
গোষ্টি উদ্ধার করে কেউবা বলে
কাপড় তোরি খোল।
শ্রমিক বলে ওদের করিস না
বারে বারে অবহেলা আর,
ওরাইতো অমানিশার
সেই শশিকর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।