বৃষ্টি এলে
- নাহিদ সরদার
বৃষ্টি এলে
-------------
আকাশের আজ মন ভালো নেই,মনে ব্যথা
হঠাৎ আজি পড়ছে মনে প্রিয়ার কথা।
তাইতো আজি হঠয়ি হঠাৎ রৌদ্র দুপুর
টিনের চালে বৃষ্টি পড়ে টাপুরটুপুর।
চোখের পানি ঝরে ধরায় বৃষ্টি হয়ে,
মাড়ায় জল পল্লি মেয়ে নগ্ন পায়ে।
কদম ফুলের পাঁপড়ি গুলো কি যেন এক চিঠি লেখে,
অচিনপুরের রাজ কন্যা, বসে আছে ব্যাথা বুকে।
ওদিক দেখ, ভেঁজা ভেঁজা পাতা গুলো
বসে কেমন গোমাড়া মুখে,
অাইলের উপর কমলি শাখে
পাখিরা সব ডানা ঝাপটায় মনের সুখে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।