লাজ
- নাহিদ সরদার

লাজ
------
আমার কান ধরছি আমি
তবু মরছি নাতো লাজে,
একি আজ হলো আমার
লজ্জা গুলো সব গেল কোথায়,
পাচ্ছি না কেন কাজে?
বেহায়য়া মন অযথা তুই
কোরলি এ কোন ক্ষতি,
নিজের কান নিজে ধরছি
তবু লাল হচ্ছে না কেন লতি?
মন আমার রেগে গিয়ে
মারল এবার তাড়া,
তুমি ছাড়া আমি মন
শুঁধুই ছন্ন ছাড়া।
মনের তাড়া খেয়ে আমার
ফিরে এলো হুশ,
হায়য়া লজ্জার বীজ বুনেছি
এবার বুঝি হলেম তাই মানুষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।