অাপনার গুণে গুণী
- নাহিদ সরদার

আপনার গুণে গুণী
------------------------
মায়ের কাছেতে বাজান সে যে
বাবার কাছেতে জ্যোতি,
চলনে বলনে আচার ব্যাবহারে
সেকি তাহার খ্যাতি।
সকল গূণের অধিকারি সে
গুরুভক্তি অসাধারন,
সে যেন এক গুণপুত্র
ভদ্রতার এক দৃষ্টান্ত উদাহরণ।
বিয়ের পিঁড়িতে বসেছে তাই
ঘুরে গেল জীবনের বাক,
বউ যে তাহার নয় গুণবতী
সে যেন লাখে মেলে এক।
বউয়ের যতনায় জলছে জীবন
নাহি কিছু বাকি আর,
মাতা পিতা এখন পথের কাঁটা
হয়েছে তার পর।
সকল গুণেতে দিয়েছে বালি
ভদ্রতার বিন্দু মাত্র নাই লেশ,
কপালের তাহার বেজেছে বারটা
সবি কিছু হয়ে গেল শেষ।
কে জানি সেদিন বলেছিল
বরের গুণেতে হয় বউ
রেখ ভাই মনে গেঁথে,
আমি বলি শোন ভাই
রেখ তোমার মাথে
'আপনার গুণে গুণি সবি
অন্যের গুণে নহে '
সকল জ্ঞানীগুণী জনে
এ কথা কহে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।