দুষ্টু খোকা
- নাহিদ সরদার
দুষ্টু খোকা
-----------------
দুষ্টুপুরির দুষ্টু বুড়ি
অাসল খোকার ঘাড়ে,
ভালমিয়া হঠাৎ জানি
গেল কোথায় উড়ে।
খোকা এখন দুষ্টু রাজা
দুষ্টমি সকল কাজে,
মানুষকে নাকি দেখায় ভালো
বানরের মত লেজে।
আপন মনে খোকা এবার
ভাবছে কেবল বসে,
কিভাবে সে লেজ লাগাবে
তাহার সাথির পিছে।
হঠাৎ খোকা পেয়ে গেল
লেজ লাগনোর ছল,
দড়ি একটা নিয়ে খোকা
বলল এবার চল।
অাস্তে অাস্তে খোকা গিয়ে
বসল সাথির কাছে,
দড়িটা এবার অাস্তে করে
বাধল সাথির পিছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।