লোভ
- নাহিদ সরদার

লোভ
---------
পনে দুই বিঘা জমি
যা ছিল মোর নামে,
কাপাল যে আমার কাক পড়েনা
সেটুকু ও গেল বামে।
আরে মশাই, কপাল কি আর
মানুষের এমনি এমনি পোঁড়ে,
সেতো পোড়ে মাত্র
লোভের কবলে পড়ে।
আদম ব্যাপারী এলো এক
চিনি না'কো তারে,
লোভের পসরা সাজিয়ে কোথাথেকে
যেন এলো মোর দ্বারে।
কতশত আশার রঙিন ছবি সম্মুখে
ধরল আমার মেলে,
আমারও স্বপ্ন পিয়াসি মন
গেলাম তাতে ভুলে।
জায়গা জমি বেছিলাম সবি
করিলাম কিছু ধার,
আদম ব্যাপারী সবি নিল
রইল না কিছু অার।
সর্বস্বহারা পাগল এক পথিক আমি
পথে পথে গাই গান,
আঁধারে ভরেছে জীবন
ভিক্ষায় ভিক্ষায় চলেছে প্রাণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।