ঘৃণার তীর
- নাহিদ সরদার

ঘৃণার তীর
-------------
জানি না কোন সে সুখে
মোর সনে তিক্ত সুরে কহো কথা
কোনোদিনও শুনি নাই সে কথা,
যে কথাতে মিশে আছে রঙিন সুর
আর স্নিগ্ধ ভালোবাসা যেটা শুনিলে
হারাবে আাছে যতো হৃদে ব্যাথা।
যতোই কাছেতে টানছি তোমায়
সখি ততোই যাচ্ছো দূরে,
মনে হয় বৃথা ভালবাসা
হাতড়ায়ে চলেছি অন্ধকারে।
অাজ আমি বড়োই ক্লান্ত
এ মন খুঁজিবে না আর তোরে,
ভালোবাসকে অাজ দিলাম ছুটি
রাখিব না আর ধরে।
চলে যেতে চাও যেতে পার
মায়ার বাঁধনে রাখিব না অার বেঁধে,
তবে ছুঁড়ে দিতে হবে ঘৃণার তীর
মম অন্তর যায় যেন বিঁধে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।