বার্ধক্য
- নাহিদ সরদার
বার্ধক্য
--------
ফুলে ফলে ভরপুর
যখন ছিলাম ভাই,
বনের পাখপাখালি সব
আসত ছুটে আমার আঙ্গিনায়।
গানে গানে ভরে দিত
আমার মনো প্রাণ,
আনন্দে আত্মহারা হয়ে
তাঁদের করতাম প্রণাম।
আমার তখন সবুজ যৌবন
উত্তাল ঢেউ গায়,
ক্লান্ত পথিক থাকত বসে
আমার নিবিড় ছায়।
ফাগুনেরি মাতাল হাওয়া
দিত আমায় দুলে,
তারই প্রেমের সুবাস পেয়ে
যেতাম আমায় ভুলে।
এখন আমার ডাল পালা আর
নিবিড় ছায়া নাই,
ফাগুন হাওয়ায় নতুন গানে
মন করে না আর জয়।
কাট ঠোকরায় খোড়ে দেহ
সাপ পোকেরি বাসা,
এখন আমি শুঁধুই জড়
শূন্য আমার আশা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।