থাকবো
- ফয়েজ উল্লাহ রবি

আমি আছি থাকবো,
চির দিন কাছে কাছে রাখবো।
তুমি তে আমি, আমাতে তুমি
মিশে র'বো, আর ভালবাসবো।
সকাল-বিকেল, সন্ধ্যা-রাতে
তুমি-আমি পাশাপাশিই থাকবো।
আর কেউ নয়, র'বে না সাথে
এক হয়ে বাঁচবো, না হয় মরবো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।