বেশ কয়েকটা বছর কেটে গেল
- নাহিদ সরদার
বেশ কয়েকটা বছর কেটে গেল
--------------------------------------------
বেশ ককয়টা বছর কেটে গেল
সে এসেছিল নাগিনী রুপে
বিধ্বংসি বেশে এবাংলায়,
তার ছিন্নভিন্ন সুরে ভাসিয়েছিল
গ্রামের পর গ্রাম বন্যায়।
চারিদিকে দিগন্তজোড়া অথৈ পানি
পানিতে পানিতে টলমল
তবুও এক বিন্দু বিশুদ্ধ পানির অভাবে
নিষ্পাপ হাজারো শিশুর আখি
মিশেছিল জল কান্নায়।
মা সম মমতাময়ী
গর্ভবতী নদী সেদিন
জন্মদিয়ে বন্যা করেছিল
হেথায় ঘোর অন্যায়।
বেশ কয়েকটা বছর কেটে গেল
তবুও আজ সেই ছেঁড়া শাড়ি জড়ায়ে অঙ্গে
গ্রাম গুলো সুখের আসায়,
মনের গহিনে নিরবে
কেঁদে কেঁদে আখি তার ভেজায়।
অপেক্ষার প্রহর গুণতে
গুণতে ক্লান্ত গ্রাম গুলোর
বেশ কয়েকটা বছর কেটে গেল
নতুন একটা শাড়ীর আশায়,
তবুও কেউ এলো না
তাইতো আজ নিজেই ব্যাস্ত
করে নিজের শাড়ী শেলায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।