অাজি এ একুশে
- নাহিদ সরদার

আজি এ একুশে
----------------------
কুয়াশা স্নাত ভোরে
শিশির ভেজা ঘাস মাড়িয়ে
নগ্নপায়ে দেখ হে বিশ্ব মানব,
শহীদ মিনারে গর্বিত বাঙালি যায়।
বর্ণের ঝংকারে সুরেরে ও মূর্চনায়
বাঙালি মন আজ
একুশের গান শুঁধু গায়।
শিমুল পলাশ কৃষ্ণচূড়ার শাখে
পাতায় মাদল বাঁজে
দোয়েল ককোকিল আর ডাহুকেরা
অপলক চোখে যেন চায়।
লজ্জা দিবস যেন আজ
পাকিস্তানি কুত্তা গুলো
ইঁদুরের মতো গর্তের ভিতর রয়।
অহংকার আর গর্বভরা ইতিহাস বাঙালির,
ফাগুনের বাতাসে সকালের শিশিরে মহাবিশ্বের
কানে কানে কয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।