মানবতা
- নাহিদ সরদার
মানবতা
-----------
সেদিন দেখেছি ভয়ংকার চিত্র
ছুটে চলা সেই মেইন রাস্তার পাশে,
গাড়ির চাকা ঘুরছে উপরে
মানুষ গুলো যেন গেছে পিশে।
আহত আর মৃতের ঠাসাঠাসি
পুকুরের মতো সেই গর্তে,
লাশটানা সেই গাড়ি বুঝি
এলো আজি হঠাৎ এ মর্তে।
রক্তের ধারায় রঞ্জিত পানি
ক্ষণে ক্ষণে পাকাল দিয়ে ওঠে
নির্বাক পাকপাখালি সেথায়
মুখে কোনো বুলি নাহি ফোটে।
কিছু স্বার্থণেষি নর পিছাস
মানবতা হারিয়ে বিবর্ণে,
ব্যাতিব্যাস্ত সদা পকেট ভরায়
লাশের গায়ে থাকা স্বর্ণে।
মানবতা ওরা দিয়েছে বিসর্জন
হাজারো লাশে মন যায় না গলে,
চিল শগুনে মন ওদের
যেন লাশের অঙ্গ গেলে।
প্রভু,জ্ঞান দাও ওদের
বিবেকের দেখা পায় যেন খুঁজে,
লাশের গন্ধ যেন পায় ওরা
মানবতা যেন ওরা বোঝে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।