তোমার স্মৃতি
- নাহিদ সরদার
তোমার স্মৃতি
--------------------
স্মৃতির বুকে খঞ্জর বিঁধে
তুমি চলে যাবে দূরে
রক্তাক্ত স্মৃতি পড়ে রবে
আমার ছিন্নভিন্ন সুরে।
তুমি হয়তোবা চলে যাবে
নতুন কোনো স্মৃতির সন্ধানে
আমার স্মৃতি মাড়িয়ে
নতুন ছন্দে নতুন কোনো গানে।
স্মৃতির পঁচা গন্ধ হয়তো পাবে না
চক্ষু যাবে নতুন স্মৃতির পানে
তবুও আমি গড়ব প্রীতি
তোমার স্মৃতির সনে,
পুজিব স্মৃতি দিবানিশি
মোর অন্তরীক্ষ বনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।