অাত্মার অাকুতি
- নাহিদ সরদার
আত্মার আকুতি
----------------------
আমি এসেছি এ ধরায় স্বর্গের সোপানে
নাড়িরটানে এ বাংলার বুকে
ভেবনা আমি অভিশপ্ত আত্না
তাই এসেছি মনো দুঃখে।
সন্তান আমি আত্মত্যাগি
মস্তিষ্কের হয়েছিল রক্তক্ষরণ,
বুলেটের আঘাতে দ্বিখণ্ডিত দেহ
ভাষার তরে দিয়েছিনু জীবন।
হেরিয়া রুধির ধারায় রঞ্জিত রাজপথ
শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া সেদিন
হারিয়েছিল তার রক্তিম আভা
বিবর্ণ দুঃখে হয়েছিল মলিন।
আকাশে-বাতাসে ভেসেছিল শুঁধু
লাখো মায়ের বিধুত আর্তনাদ,
ভাই হারা বোনটি আমার
হারিয়েছিল বুঝি জীবনের স্বাদ।
ভাষার তরে নিঃস্বার্থে মোরা
করেছি মোদের জান কোরবান
যায়নিতো সে ত্যাগ বৃথা
রেখেছিলাম বাংলা ভাষার মান।
যখনি দেখি বাংলায় কবিতা
বাংলায় কথা বাংলায় গায় গান,
আত্মগর্বে হই যে বিভর
দুলিয়ে ওঠে যে শহীদি আত্মার প্রান।
সংশয় তবু শহীদি আত্মায়
ভিনদেশি ভাষায় যাও যদি ভুলে
অসতর্কতা অজ্ঞানে হৃদয়ও ভাষা
দাও যদি পদতলে দুলে।
তাইতো আজি আত্মার দূতে
আকুতি আত্মার নিয়ে এসেছি মর্তে,
রাখিও যতনে অন্তরীক্ষ বনে এ অহংকার
হারায় না যেন কালের আবর্তে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।