একটি চিঠি তোমায় দিলাম
- নাহিদ সরদার
একটি চিঠি তোমায় দিলাম
-------------------------------------
সবুজ পাতার সবুজ খামে
প্রজাপতির রঙিন ডানে
একটি চিঠি তোমায় দিলাম
পড়বে তুমি আপন মনে।
দেখেছো তুমি প্রকৃতির পানে?
বসন্ত আজ কেমন করে
তোমার সাথে পাতল আড়ি
গাইছে কেমন মধুর তানে।
ঘরের পিছে শিমুল ডালে
বুলবুলিতে গান ধরেছে
দোদল্য দোলায় দুলছে পলাশ
গাইছে কোকিল আপন তালে।
লাটাই হাতে ছুটছে কিশোর
বসছে পথিক গাছের ছায়ে
নগ্নদেহে খেলেছে শিশু
পদ্ম দিঘির শীতল জলে।
নীল আকাশটা মেলেছে ডানা
সাগর জলে পাহাড় চূড়ায়
বইছে মাতাল দক্ষিণা হাওয়া
উড়ছে ঘুড়ি যাচ্ছে নীলে।
এতো কিছু দেখেও আমি
মত্ত আছি তোমার প্রেমে
শত সুখের মাঝে পড়ে
যায়নি কভু তোমায় ভুলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।