তবুও ওরা মানুষ
- নাহিদ সরদার

তবুও ওরা মানুষ
-----------------------
আয় ছোট আয়
রক্ত পানি করে
করেছি সেই দুধ
শুকায়েছে কায়।
সবটুকু নে মুখে
আছে যতো বানে
চুসে তুই খা
পিপাসা যাক চুকে।
বলি তোরে শোন
সুখে গড়বি জীবন
তবে হয় না যেন
কভু মানুষের মন।
ওদের কাটেনা রেশ
মায়ের গলায় রশি
কুত্তা তাতে কি
মোরা আছি বেশ।
কেউ ধরে মুখ
ধরে আবার চুল
মারে কেউ লাথি
কাঁপেনা কভু বুক।
ওরা নাকি মানুষ
মায়ের চুল ছেড়ে
ঠেলে দেয় দূরে
হারায় যেন হুশ।
আয় ছোট আয়
মানুষরূপি ওরা জানয়ার
চলবি সদা এড়িয়ে
রাখবি ওদের বায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।