অভিশাপ দিলাম
- আরিফুল হক দ্বীপ
অভিশাপ দিলাম,
কখনোই সুখী হতে পারবে না তুমি,
ভাবছো অন্যের ঘরে
সন্ধ্যে প্রদীপ জ্বালাবে,সে আলোক শিখায়
আমাকেই দেখবে,তোমার দেয়া কসম তোমাকেই করবে
বিদ্রুপ।
তুমি সুখী হতে পারবে না।
অভিশাপ দিলাম,
কখনোই সুখী হতে পারবে না তুমি।
ভাবছো কাউকে জড়িয়ে ধরে আর্দ্র চুমু খাবে
গোকুলে,ওষ্ঠে-
আমার উদ্দাম বুকের স্পর্শ স্মৃতি হয়ে তোমায় কষ্ট দিবে,
সুখী হতে পারবে না।
অভিশাপ দিলাম,
কখনোই সুখী হতে পারবে না তুমি।
ভাবছো কেউ তোমার গুটিকয়েক গোপন তিল
ছুঁয়ে বলবে বিশ্বাসে,শুধু তার জন্য সঞ্চিত রাখা ঐশ্বর্য-
তোমাকে কাঁদাবে,তোমার প্রতিটি তিলের উপর
আমার নির্জন গমন ভালোবাসা,
তুমি সুখী হতে পারবে না।
অভিশাপ দিলাম,
কখনোই সুখী হতে পারবে না তুমি,কখনোই
পারবে না কাউকে ভালোবাসতে,আমাকে দুঃখ দিয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।