সবিতা
- আরিফুল হক দ্বীপ
এখনো কিযে ভালোবাসি তোমায়
পলাশীর প্রান্তর,পানিপথ,স্বাধীন বাংলার ইতিহাস-
আমি ভুলে যাই
আমি ভুলতে পারি না তোমার চোখে চোখ রাখার
সেই রোমাঞ্চ ইতিহাস।
তোমার চুলের উদ্যানে আমার চঞ্চল আঙ্গুলের
শৈল্পিক যাতায়াত,নম্র চঞ্চুর সেই উষ্ণ ভালোবাসার
রঙ্গিন
ইতিহাস আমি ভুলতে পারি না সবিতা।
তোমার প্রতিটা কবিতা আমার ঠোঁট অনর্গল
করে পাঠ,তোমার অগণিত সরল চারু কথা
এখনো বুকের চিলেকোঠায়,
হাসছে,কাঁদছে কি অবলীলায়।
আমি ভুলতে পারি না সবিতা
তোমার বুকে মাথা রাখার ইতিহাস,
তোমার নগ্ন পায়ে নূপুর পড়িয়ে দেয়ার ইতিহাস।
ভুলতে পারি না তোমাকে সবিতা,
ভুলতে পারি না আমি ভালোবাসার সেই সুখ ইতিহাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।